আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস
আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস একটি জরুরী সেবামূলক প্রতিষ্ঠান। ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠানটি মানব সেবার লক্ষ্যে সমগ্র বাংলাদেশে এ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করছে। রোগী পরিবহন ও মৃত দেহ স্বজনদের কাছে পৌছে দেওয়ার সকল সুযোগ সুবিধা প্রতিষ্ঠানটির রয়েছে। আলিফ এ্যাম্বুলেন্সের সার্ভিসের রয়েছে আইসিইউ, লাশবাহী এবং এসি এ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরী রুগী এবং লাশ বহনের ব্যবস্থা। আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সেবা কার্যক্রম পরিচালনা করি।
এ্যাম্বুলেন্সের ধরণ
রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর, মৃত দেহ পরিবহনে এ্যাম্বুলেন্সের প্রয়োজন সবার আগে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ১টি আইসিইউ এ্যাম্বুলেন্স, ৬ টি লাশবাহী ফ্রিজ গাড়ি, ৪ টি এসি এ্যাম্বুলেন্স এবং রুগীর স্বজনদের বহনের জন্য ২টি মাইক্রোবাসের মাধ্যমে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত এ্যাম্বুলেন্সগুলোতে রোগীসহ ৭ থেকে ৮ জন মানুষ ধারণ ক্ষমতা থাকে। রুগীর প্রয়োজনের জন্য আমাদের তরল অক্সিজেনের ব্যবস্থাও আছে।